5 Great Ways to Raise Money for Business: বর্তমান সময়ে দাড়িয়ে বেশিরভাগ মানুষ চাকরি ছেড়ে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে। অনেকেই নিজের ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে চায়। কিন্তু ব্যবসা শুরু করার জন্য প্রধান বাধা হয়ে দাড়ায় পুঁজি বা টাকা। হ্যাঁ, কমবেশি মানুষের কাছে ব্যবসা সম্পর্কে একটা পরিপক্ক আইডিয়া থাকলেও, টাকার অভাবে ব্যবসা শুরু করতে পারে না।
আপনিও কি স্টার্ট আপ শুরু করতে চাইছেন? কিন্তু পুঁজির অভাবে পিছিয়ে আসতে হচ্ছে। তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। আজ আমরা এমন কিছু উপায় নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি স্টার্ট আপ শুরু করার জন্য টাকার জোগাড় করতে পারেন।
ব্যবসার জন্য টাকা জোগাড়ের ৫টি দুর্দান্ত উপায়
ব্যবসায় টাকা জোগাড় করার উপায় জানার আগে কয়েকটি বিষয় আপানদের বলি। ব্যবসা বা স্টার্ট আপ শুরু করার জন্য টাকা প্রয়োজনীয়, কিন্তু তার থেকেও বেশি দরকার ব্যবসা সম্পর্কে সঠিক পরিকল্পনা। কোন ব্যবসা করতে চাইছেন? কীভাবে ব্যবসা করবেন? ব্যবসা শুরু করতে কত টাকা লাগতে পারে? এই ব্যবসা করে কত টাকা লাভ হবে? সেই সম্পর্কে একটা সঠিক ধারণা থাকা দরকার। এবার ধরুন এই ধারণা আপনার আছে, কিন্তু যা নেই তা হল পুঁজি। তাহলে নিম্নে দেওয়া ৫টি উপায়ে ব্যবসা শুরুর জন্য টাকা জোগাড় করতে পারেন।
১) Bootstrapping:
ব্যবসায় টাকা জোগাড়ের একটি বেস্ট উপায় হল Bootstrapping। এটি এমন এক ধরণের বিজনেস স্ট্রাটেজি, যেখানে নিজের জমানো টাকা পুঁজি হিসাবে লাগানো হয়। এরপর ব্যবসা থেকে যে টাকা লাভ হয়, তা পুনরায় ব্যবসার কাজে লাগানো হয়। ZOHO, ZERODHA-র মতো কোম্পানি এই পদ্ধতিকেই কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছিল। এই পদ্ধতিতে যেহেতু নিজের লিমিটেড টাকা বিনিয়োগ করছেন, তাই ব্যবসা Expand করতে একটু সময় লাগবে। তবে কাউকে টাকা ফেরত দেওয়া বা লোন শোধ করার প্রেসার আপনার উপর থাকবে না।
২) Friends & Family:
ব্যবসা শুরু করার জন্য আপনি বন্ধু বান্ধব, পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা জোগাড় করতে পারেন। এক্ষেত্রে প্রথমেই পরিবার বা বন্ধুদের একটা লিস্ট বানিয়ে নেবেন, যারা আপনাকে টাকা দিতে পারে। এরপর তাদের কাছে গিয়ে আপনি আপনার ব্যবসার পরিকল্পনা শোনাবেন এবং আপনার ব্যবসায় তারা বিনিয়োগ করে কি লাভ হবে, সে সম্পর্কে বোঝান। ব্যবসার শেয়ার বা সুদ দেওয়ার পরিবর্তে আপনি টাকা ধার পেতে পারেন।
অবশ্যই পড়ুন » Bank Scam: এই ৮টি ভুল করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে! আগে থেকেই সাবধান হয়ে যান।
৩) Patner for Funds:
ব্যবসার জন্য ফান্ড জোগাড় করার আরও একটি ভালো উপায় হল Patner for Funds। আপনার কাছে ভালো বিজনেস প্ল্যান রয়েছে কিন্তু টাকা নেই। এমন পরিস্থিতে আপনি আপনার এলাকার সেই সমস্ত মানুষের কাছে যান, যাদের টাকা রয়েছে এবং আপনার ব্যবসার আইডিয়া তাদের ভালো ভাবে বোঝান। এভাবে ১০০ জনের কাছে গেলে কেউ না কেউ টাকা বিনিয়োগ করবেই। এর জন্য আপনি আপনার এলাকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরীজীবী বা ব্যবসায়ীর কাছে যেতে পারেন।
৪) Angel Investor:
উপরিউক্ত বিকল্পগুলি সঠিক ভাবে সাহায্য করতে না পারলে আপনি এঞ্জেল ইনভেস্টরদের সাহায্য নিতে পারেন। এঞ্জেল ইনভেস্টর হল ইন্ডিভিজুয়াল বা বিজনেস গ্রুপ যারা এমন কোম্পানিতে বিনিয়োগ করে থাকে, যারা একদম শুরুর দিকে থাকে। এর বদলে তারা কোম্পানির মালিকানা নিয়ে থাকে। এঞ্জেল ইনভেস্টরদের থেকে টাকা নিলে প্রচুর পরিমানে টাকা পাওয়া যায়। পাশাপাশি তারা যেহেতু একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে, তাই আপনার ব্যবসা পরিচালনার জন্য ভালো গাইডও পেয়ে যাবেন।
৫) Bank Loan
ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক থেকেও Business Loan পাওয়া যায়। তবে আপনি যদি এর আগে ব্যাঙ্কের সাথে লেনদেন না করেন বা প্রথম বারের মতো লোন নিতে যান, তাহলে হতে পারে ব্যাঙ্ক আপনাকে লোন দেবে না। কিন্তু Business Loan এর পরিবর্তে আপনি পার্সোনাল লোন বা মর্টগেজ লোন নিতে পারেন। এছাড়া ভারত সরকার স্টার্ট আপ শুরু করার জন্য ভর্তুকি সহ কম সুদে মুদ্রা লোন নিয়ে থাকে। স্টার্ট আপ শুরু করতে এই লোনও নিতে পারেন।
আরোও পড়ুন » Post Office FD Interest Rate: পোস্ট অফিসের FD-র সুদের হার এবং বৈশিষ্ট্য বিস্তারিত জানুন