প্রতি মাসে ভালো টাকা রোজগার করেও টাকা থাকতে চাইছে না? অনেক সময় আমাদের টাকা নিয়ে কম ভাবনা চিন্তা আমাদের বিপদে ফেলে। এমনকি বেহিসাবী ভাবে টাকা খরচের ফলে টাকার কোনো হিসাবও পাওয়া যায় না। ফলত একটা সময় পর গিয়ে দেখা যায় ভালো টাকা রোজগার করেও, আপনি ভিকারী। আপনার অবস্থাও যদি এমন হয়, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজ আমরা এমন ৫টি অভ্যাসের কথা বলব, যেগুলি আপনাকে ভিকারী হওয়া থেকে বাঁচাবে।
এই ৫টি অভ্যাস বদলে দেবে আপনার জীবন
আপনিও কি আপনার জীবনে বদল আনতে চাইছেন। আপনিও কি চান ভবিষ্যতে Financial Freedom পেতে তাহলে এই পাঁচটি অভ্যাস আজ থেকেই গড়ে তুলুন।
বেহিসাবী হবেন না
খরচের হিসাবে পৃথিবীতে দুই ধরণের মানুষ রয়েছে। এক ধরণের মানুষ, যারা হিসাবের বাইরে গিয়ে প্রচুর খরচা করে। আর এক ধরণের মানুষ কম খরচা করে। যারা কম খরুচে, তাদের মধ্যে আবার দুই ধরণের মানুষ রয়েছে। এক ধরণের মানুষ, যাদের বলা হয় কিপটে অর্থাৎ প্রয়োজনেও খরচ করতে চায় না। আর একধরণের মানুষ হিসাবী, যারা প্রয়োজনে মেপে মেপে খরচা করে। আর এই ধরণের হিসাবী মানুষ হওয়া প্রয়োজন। তবে হিসাবী হতে গিয়ে কিপটে হয়ে যাবেন না।
সাইকোলজি অফ মানি
অর্থ বা টাকার যে সাইকোলজি আছে, তা বোঝা কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। Psychology of Money বইতে সুন্দর একটি কথা বলা আছে, আমাদের যে প্রকৃত সম্পত্তি আছে, তা কিন্তু চোখে দেখা যায় না; আমরা যে জিনিসটা চোখে দেখি, তা কিন্তু আমাদের প্রকৃত সম্পত্তি নয়। আজকের সময়ে দাড়িয়ে অনেকেই নিজেকে বড়লোক দেখাতে চায়। কিন্তু আদতে যারা ধনী হয়, তারা দেখায় না। ধরুন একজন ব্যক্তি ঋণ নিয়ে ১০ লাখ টাকার একটা গাড়ি কিনেছে। অন্যদিকে অপর এক ব্যক্তি নগদে ৫ লাখ টাকার গাড়ি কিনেছে, আর তার ব্যাঙ্কে আছে ১০ লাখ টাকা। তাহলে এখানে আপনি কাকে ধনী বলবেন? গাড়ি দেখে বিচার করলে প্রথম জনকে ধনী মনে হলেও, আদতে দ্বিতীয় ব্যক্তিটি বেশি বড়লোক। তাই নিজকে ধনী দেখানোর বদলে, ধনী হওয়ার চেষ্টা করুন।
টাকা নিয়ে আলোচনা না করা
বেশির ভাগ বাঙালী মধ্যবিত্ত পরিবারের মানুষজন নিজেদের মধ্যে টাকা নিয়ে কথা বলতে সংকোচ বোধ করে। বিশেষ করে বাড়ির বাচ্ছদের সঙ্গে তো একদমই টাকা নিয়ে কথা বলতে বা আলোচনায় অংশ নিতে দেওয়া হয় না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। ছোট থেকেই বাচ্ছাদের কিন্তু টাকা পয়সার সঙ্গে সংযুক্ত করে নেওয়া একান্ত প্রয়োজন। যাতে করে ছোট থেকেই বাচ্ছারা টাকার গুরুত্ব বুঝতে পারে।
আরোও পড়ুন » এই ফার্মুলাতে 20,000 টাকা বেতনেও কোটিপতি হওয়া সম্ভব! এখনও অনেকেই জানেনা
ইনভেস্ট করার সময় টাইম ক্যালকুলেট করুন
অনেক সময় দেখা যায়, ইনভেস্ট করার পর রিটার্ন হিসেবে যে টাকা পাওয়া গেল, তা একটি নির্দিষ্ট শতাংশে ক্যালকুলেট করে নেয়। তবে বেশিরভাগ জন টাইমকে ক্যালকুলেট করে না। এটা কিন্তু করা জরুরী। কারণ আপনি যখন ইনভেস্ট করছেন, তখন বুঝে নেওয়া দরকার যে কত বছরে কত রিটার্ন আসবে। নয়তো ইনভেস্ট করেও আপনার লস হতে পারে।
UPI এর পরিবর্তে নগদে পেমেন্ট
আজকের সময়ে দাড়িয়ে স্ক্যান করে পেমেন্ট করতে কে না পছন্দ করেন। কিন্তু এভাবে পেমেন্ট করলে হিসাবের কোনো বালাই থাকে না, যথেচ্ছ ভাবে টাকা খরচ করে ফেলে। যার কোনো হিসাব থাকে না। এভাবে পেমেন্ট করার ফলে টাকা যে কোথা দিয়ে বেড়িয়ে যায়, তা বোঝাই যায় না। তাই অনলাইন পেমেন্টের পরিবর্তে নগদে পেমেন্ট করুন। এতে করে টাকা খরচের হিসাব থাকবে এবং অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাবেন।
অবশ্যই পড়ুন » ব্যবসা করার পুঁজি নেই? এই ৫টি দুর্দান্ত উপায়ে প্রয়োজনীয় টাকা জোগাড় করুন টাকা