FD Rates: 5 বছরের ফিক্সড ডিপোজিটে কোন্ ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে? SBI, PNB, HDFC, ICICI নাকি BoB?

Updated on:

5 Years FD Interest Rate Of SBI, PNB, HDFC, ICICI and BoB: এখনো অনেকেই এরকম রয়েছে যারা সুরক্ষিত বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্ন সবচেয়ে বেশি পছন্দ করে। তাই তারা এখনো তাদের অর্থ এফডিতে বিনিয়োগ করে। কিন্তূ প্রশ্ন হলো, কোন্ ব্যাঙ্কে FD করলে বেশি রিটার্ন পাবেন? বেশিরভাগ মানুষ 5 বছরের FD-তে বেশি বিনিয়োগ করে। তাই আমরা আজ ভারতের জনপ্রিয় কিছু ব্যাঙ্কের 5 বছরের এফডির সুদের হার তুলনা করবো, এবং জানবো কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া যাবে। আপনিও যদি ভবিষ্যতে FD করার কথা ভাবছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

5 বছরের ফিক্সড ডিপোজিটে কোন্ ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে?

প্রতিটি ব্যাঙ্কের এভড স্কিমের মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা হয়। তবে এখানে আমরা শুধুমাত্র ৫ বছর মেয়েদের একটি সুদের হার উল্লেখ করা হয়েছে।

  • State Bank of India (SBI) সাধারণ গ্রাহকদের 5 বছরের FD তে বার্ষিক 6.50% সুদ দিচ্ছে।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) সাধারণ গ্রাহকদের 5 বছরের FD তে বার্ষিক 6.50% সুদ দিচ্ছে।
  • HDFC ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 5 বছরের FD-তে বার্ষিক 6.80% সুদ দিচ্ছে।
  • ব্যাঙ্ক অফ বরোদা (BoB) সাধারণ গ্রাহকদের 5 বছরের FD তে বার্ষিক 6.80% সুদ দিচ্ছে।
  • ICICI ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 5 বছরের FD তে বার্ষিক 7% সুদ দিচ্ছে।

আরও পড়ুন » ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম বাংলায়! সঠিক ও নির্ভুল নিয়ম দেখুন।

স্পেশাল FD-তে পাবেন আরও বেশি সুদ 

গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বেশিরভাগ ব্যাঙ্ক কোনো বিশেষ সময়ের জন্য স্পেশাল FD স্কিম চালু করে। সাধারণ এফডির তুলনায় এই ধরনের FD-তে বেশি সুদ পাওয়া যায়। যেমন SBI-এর 444 দিন মেয়াদের অমৃত বৃষ্টি স্পেশাল এফডি স্কিমে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 400 দিনের FD-তে এবং ICICI ব্যাংকের 15 মাস থেকে 2 বছরের FD স্কিমে পাবেন 7.25% সুদ। আবার, ব্যাঙ্ক অফ বরোদা তাদের 400 দিন মেয়াদের এফডি স্কিমে দিচ্ছে বার্ষিক 7.30% সুদ। অন্যদিকে HDFC ব্যাংকও তাদের 55 মাস (4 বছর 7 মাস) মেয়াদের এফডিতে দিচ্ছে 7.40% সুদ।

এখানে শুধুমাত্র 5 বছরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার ফিক্সড ডিপোজিটের সুদের হার, এবং এই সব ব্যাংকের স্পেশাল এফডি স্কিমের সুদের হার সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। আপনি যদি FD-তে বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে চান তাহলে, বাকি সমস্ত বিশ্বস্ত ব্যাঙ্কের FD-র সুদের হার যাচাই করে দেখুন।

Leave a Comment