Post Office Investment: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫! নতুন নিয়মগুলি জেনে নিন

Updated on:

Post Office Deposit Rules 2025: সঞ্চয় এমন একটি জিনিস যেটি বিপদের দিনে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বিপদ যেহেতু বলে কয়ে আসেনা, তাই বর্তমান যুগে দাড়িয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো ভাবেন, ঠিক কোন জায়গায় সঞ্চয় করলে, সব থেকে বেশি নিরাপদ থাকবে আপনার অর্থ। পাশাপাশি এও ভাবেন, কে আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেবে? সেক্ষেত্রে আপনি চোখ বুজে সঞ্চয় করতে পারেন পোস্ট অফিসে।

ভারত সরকার দ্বারা পরিচালিত এই পোস্ট অফিস আপনার অর্থ সঞ্চয়ের একমাত্র সুরক্ষিত ঠিকানা হয়ে উঠতে পারে। ভারত সরকারের গ্যারান্টি সহ দারুন রিটার্ন দেয় পোস্ট অফিস। তবে পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করার আগে আপনাকে জেনে নিতে হবে চলতি সালের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। যেগুলি না জানলে পরবর্তীতে অসুবিধায় পড়তে পারেন নিজেই।

পোষ্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫

পোস্ট অফিসে টাকা রাখার আগে অনেকের মনেই প্রশ্ন আসে, ‘কারা কারা পোস্ট অফিসে একাউন্ট ওপেন করতে পারবেন?’ জেনে নিন বিশদে।

  • ভারত সরকার দ্বারা পরিচালিত এই পোস্ট অফিসে একাউন্ট খুলতে হলে, সর্বপ্রথম অবশ্যই আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • গ্রাহকের বয়স 18 বছরের ঊর্ধ্বে হলে, কোনও রকম বাঁধা ছাড়াই পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহক।
  • মানসিকভাবে অসুস্থ বা কোনও প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে, তার বাড়ির লোকেরা তার নামে পোস্ট অফিসে একাউন্ট খুলতে পারবেন।
  • জানিয়ে রাখি, 18 বছরের নীচে থাকা কোনও মাইনর বা শিশুর নামে অভিভাবক হিসেবে একাউন্ট খুলতে পারবেন তার মাতা পিতাও।
  • সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে পোস্ট অফিসে। সেক্ষেত্রে জয়েন্ট একাউন্টের ক্ষেত্রে গ্রাহক হিসেবে থাকতে পারে সর্বোচ্চ তিনজন।

অবশ্যই পড়ুন » Post Office FD Interest Rate: পোস্ট অফিসের FD-র সুদের হার এবং বৈশিষ্ট্য বিস্তারিত জানুন

কোন কোন স্কিমগুলি থেকে আপনি দুর্দান্ত রিটার্ন পেতে পারেন?

পোস্ট অফিসে এমন কিছু স্কিম রয়েছে, যেগুলি থেকে আপনি দারুন রিটার্ন পেতে পারেন ভবিষ্যতে। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় স্কিম হল- ন্যাশনাল সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্র, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি। তবে এই স্কিমগুলিতে টাকা রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। তাই টাকা রাখার আগে অবশ্যই বিশদে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন।

পোস্ট অফিসের ইন্সুরেন্স

পোস্ট অফিসে বিভিন্ন স্কিম থাকার পাশাপাশি রয়েছে ইন্স্যুরেন্স এর কিছু সুবিধাও। আলাদা আলাদা ইন্স্যুরেন্স এর সুযোগ রয়েছে গ্রামীণ ও শহরাঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের জন্য। যারা শহরে বসবাস করেন, তাদের জন্য রয়েছে ‘Postal Life Insurance’ অর্থাৎ ‘ডাক জীবন বীমা।’ অপরদিকে, যারা গ্রামে বসবাস করে তাদের জন্য রয়েছে ‘Rural Postal Life Insurance’ অর্থাৎ ‘গ্রামীণ ডাক জীবন বীমা।’

পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলি সম্পর্কে বিস্তারিত জানতে ভারতীয় পোস্টের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন » Click Here

আরোও পড়ুন » কি কি কারনে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়! কিভাবে বন্ধ ব্যাংক একাউন্ট চালু করবেন

1 thought on “Post Office Investment: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫! নতুন নিয়মগুলি জেনে নিন”

Leave a Comment