Bank Scam: এই ৮টি ভুল করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে! আগে থেকেই সাবধান হয়ে যান।

Updated on:

বর্তমান সময়ে সব কিছুই ডিজিটাল হচ্ছে। আর এর সুবিধাও যেমন আছে, অসুবিধাও কিন্তু রয়েছে। ইদানিং সাইবার ক্রাইমের সংখ্যাও বাড়ছে। একটু বেখেয়াল হলেই ব্যাংক থেকে গায়েব হচ্ছে টাকা। তাই প্রতারণার শিকার না হতে চাইলে, এই ৮টি ভুল করা থেকে দূরে থাকুন। নয়তো এক নিমেষেই ব্যাঙ্কের আ্যাকাউন্ট থেকে উধাও হবে টাকা।

এই ৮টি ভুলে নিমেষে ব্যাঙ্ক হবে খালি

আজকের প্রতিবেদনে মোট আটটি ভুল সম্পর্কে আলোচনা করব যে ভুলগুলি যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে অর্থাৎ আপনি ব্যাংক প্রতারণা শিকার হতে পারেন। তাই অবশ্যই এই আটটি ভুল সর্বদা এড়িয়ে চলবেন।

১) নাইজেরিয়ান স্ক্যাম

নাইজেরিয়ান স্ক্যাম এক ধরণের অনলাইন কেলেঙ্কারীর ফরম্যাট। যেখানে স্ক্যামার আপনার কাছে সাহায্য চেয়ে একটি ইমেল বা মেসেজ পাঠাবে। মূলত বিদেশী অর্থ ট্রান্সফার করার সাহায্য আপনার কাছে চাওয়া হবে, বদলে দেওয়া হবে টাকা। এর জন্য আপনার কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হবে। আপনি যদি তা দেন, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে।

২) অ্যাপ ডাউনলোড

অনলাইনে বিভিন্ন ভাবে আপনি প্রতারণার শিকার হতে পারেন। যার মধ্যে একটি হলো অ্যাপ ডাউনলোড। বর্তমানে অ্যাপ ডাউনলোডের মাধ্যমে বহু জালিয়াতির ঘটনা ঘটছে। যেখানে স্ক্যামাররা কল করে, সোশ্যাল মিডিয়া বা অন্য ভাবে অ্যাপ ডাউনলোড করার জন্য বলবে। আর এই অ্যাপ ডাউনলোড করলে মোবাইলে থাকা সমস্ত তথ্য চুরি হতে পারে। গায়েব হতে পারে ব্যাঙ্কের টাকাও।

৩) ভুয়ো মেসেজ ও ইমেইল

অনেক সময় লটারি জেতার প্রলোভন বা কোনো কিছুর বিল বাকির মেসেজ বা ইমেইল মোবাইলে আসে। এই ধরণের মেসেজে পেমেন্ট করার জন্য বা টাকা তলার জন্য লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্ক এ ক্লিক করলে এক নিমেষেই খালি হতে পারে ব্যাঙ্কের টাকা।

৪) ভুয়ো ওয়েবসাইট

দেখা গেছে বৈধ ওয়েবসাইটের অনুকরণ করে অসংখ ফেক ওয়েবসাইট মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে। এই ধরণের ওয়েবসাইট থেকে সতর্ক থাকবেন, নয়তো বড়ো বিপদের সম্মুখীন হতে পারেন। বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় দেখে নেবেন ওয়েবসাইটটা জেনুইন কিনা।

৫) অনলাইনে কেনা কাটা

অনেক সময় ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে কম দামে বিভিন্ন প্রোডাক্ট বিক্রির লিঙ্ক দেওয়া থাকে। ধরুন ফেসবুকে আপনিও দেখছেন ১০০ টাকায় স্মার্টফোন, তারপর সেই লিঙ্কে ক্লিক করে ফোন কেনার জন্য আপনি আপনার ব্যাক্তিগত তথ্য শেয়ার করলেন। এভাবে তথ্য চুরি হতে পারে এবং ব্যাংক খালি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে।

আরোও পড়ুন » কি কি কারনে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়! কিভাবে বন্ধ ব্যাংক একাউন্ট চালু করবেন

৬) ATM কার্ড

এটিএম থেকে টাকা তোলার কথা সময়, সাবধানের পিন নম্বর দেবেন। যাতে করে অন্য কেউ আপনার পিন দেখতে না পায়। তাছাড়া কাউকে কখনো এটিএম পিন জানাবেন না, জানালে বিপদে পড়তে পারেন।

৭) OTP শেয়ার

অনেক সময় নানা স্কিমের প্রলোভন দেখিয়ে বা ব্যাঙ্কের নাম করে ফোনে কল আসে। স্ক্যামাররা মোবাইলে OTP পাঠিয়ে সেটা জানতে চায়। যদি একবার OTP বলে দেন তাহলে টাকা গায়েব হতে পারে। তাই কাউকে নিজের OTP শেয়ার করবে না।

৮) স্ক্রিন শেয়ারিং অ্যাপ

কখনো অজানা অচেনা কারো সাথে স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিন শেয়ার করবেন না। যদি করেন তাহলে মোবাইলে বা কম্পিউটারে থাকা তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে ব্যাংক খালি হওয়ার রিস্ক অনেকটা বেড়ে যায়, কারণ অনেক স্ক্যামার এভাবে তথ্য চুরি করে ব্যাংক থেকে টাকা গায়েব করে।

ব্যাংকিং সংক্রান্ত বিস্তারিত জানার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন » https://www.rbi.org.in/

অবশ্যই পড়ুন » Post Office Investment: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫! নতুন নিয়মগুলি জেনে নিন

Leave a Comment