How To Invest In Stock Market: আপনি হয়তো শুনেছেন বেশিরভাগ ধনী ব্যক্তি শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করে। আপনিও যদি করতে চান, কিন্তূ এর পদ্ধতি না জানেন তাহলে আজকের এই নিবন্ধটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা জানবো কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়, শেয়ার বাজার একাউন্ট খোলার নিয়ম, শেয়ার বাজারে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায় এবং শেয়ার বাজারে বিনিয়োগের কৌশল ইত্যাদি।
তাই আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
শেয়ার বাজার কি? (What Is Stock Market)
শেয়ার বাজার এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন কোম্পানি তাদের স্টক তালিকাভুক্ত করে এবং সাধারণ মানুষ সেগুলি কেনাবেচা করতে পারে। এখানে কোনো একটি কোম্পানির স্টক কিনলে আপনি ওই কোম্পানির একটি ছোট্ট ভাগীদার হবেন।
কোম্পানি এখানে তাদের স্টক বিক্রি করে মূলধন সংগ্রহ করে যাতে তাদের ব্যাবসা আরও বাড়ানো যায়। কোম্পানির ব্যাবসার ফলাফল এবং শেয়ারের ডিমান্ড অনুযায়ী স্টকের মুল্য বাড়েকমে। আপনি কোনো কোম্পানির স্টক কম মূল্যে কিনে রেখে তার দাম বাড়ার পর বিক্রি করলেই লাভ করতে পারবেন।
আরও পড়ুন » Stock Market In Bengali: শেয়ার বাজার কি এবং এটি কিভাবে কাজ করে? সহজ ভাষায় বুঝুন।
শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন? (How To Invest In Stock Market)
বর্তমানের এই ডিজিটাল যুগে শেয়ার বাজারে বিনিয়োগ করা আগের তুলনায় অনেক সহজ। আপনি নিজের স্মার্ট ফোনের মাধ্যমেই এখন স্টকে বিনিয়োগ করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
১) ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন: শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনাকে সর্বপ্রথম কোনো ব্রোকারেজ-এর সাহায্যে ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) খুলতে হবে। গ্রো, আপস্টক, জিরোধা এর মত বর্তমানে অনেক ব্রোকারেজ রয়েছে। এগুলোতে আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
২) ডিম্যাট অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করুন: আপনার যে অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, সেটিতে লগইন করে ফান্ড অ্যাড করুন। আপনি যে স্টক কিনবেন তার জন্য টাকা লাগবে, তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে ডিম্যাট অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে।
৩) সঠিক স্টক নির্বাচন করুন: শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সঠিক কোম্পানির স্টক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ন। কারণ, আপনি ভুলভাল স্টকে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আপনি যে কোম্পানির স্টক কিনতে চান, আগে ওই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন। যে কোম্পানির স্টকের মুল্য ভবিষ্যতে বাড়বে মনে হবে, সেই কোম্পানিতেই বিনিয়োগ করুন।
৪) বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করুন: সম্পূর্ন মূলধন একটি স্টকে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ন, তাই আপনি যে স্টক নির্বাচন করেছেন তাতে কতো টাকা বিনিয়োগ করা উচিত সেটি নির্ধারণ করতে হবে। ধরেননি কোনো স্টকের মুল্য 100 টাকা, আপনি ওতে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করতে চান, তাহলে আপনি ওই কোম্পানির মাত্র 50 টি স্টক কিনুন। এরপর আপনার ফান্ডে যতো টাকা বেঁচে থাকবে, তা বিনিয়োগ করার জন্য আরও অন্য স্টক নির্বাচন করুন।
৫) স্টক কেনার জন্য অর্ডার করুন: সর্বশেষে আপনার নির্বাচন করা কোম্পানির স্টক কেনার জন্য অর্ডার করুন। নির্বাচিত স্টকে গিয়ে “Buy”-তে ক্লিক করে স্টকের পরিমাণ নির্বাচন করুন। অর্থাৎ আপনি ওই কোম্পানির কতগুলি স্টক কিনতে চান, সেটি ঠিক করুন। এরপর Intraday অথবা Delivery (যেদিন স্টক কিনবেন সেদিন মার্কেট বন্ধ হবার আগেই বিক্রি করতে চান তাহলে Intraday নির্বাচন করুন, আর যদি একদিনের বেশি বা দীর্ঘ্য সময়ের জন্য স্টক কিনে রাখতে চান তাহলে Delivery নির্বাচন করুন।) নির্বাচন করে কেনার অর্ডার সাবমিট করুন, তাহলেই আপনার বিনিয়োগ করা সম্পন্ন হবে।
উপসংহার
এখানেই শেষ না, আপনাকে এরপর নিজের পোর্টফোলিওর উপর নজর রাখতে হবে। আপনার কেনা স্টককে বিক্রিও করতে হবে। আপনি যদি দীর্ঘ্যমেয়াদের লক্ষ্যে স্টক কেনেন তাহলে বেশি নজর রাখতে হবে না। মনে রাখবেন, আপনার কেনা স্টকের মুল্য বাড়ার পরে বিক্রি করতে পারলেই আপনি লাভবান হবেন।
How To Invest In Stock Market? এই প্রশ্নের উত্তর এখানেই শেষ না, আপনি প্রাথমিক শেয়ার বাজারে, মানে IPO-তেও বিনিয়োগ করতে পারেন। এই বিষয়ে আমরা পরবর্তী নিবন্ধে বিস্তারিত জানবো। তাই আমাদের সঙ্গে সোসিয়াল মিডিয়ায় যুক্ত থাকুন।
F.A.Q
শেয়ার বাজারে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায়?
শেয়ার বাজারে বিনিয়োগ করার কোনো সর্বনিম্ন সীমা নেই। আপনি যদি 500 টাকা মূল্যের একটি মাত্র স্টকে বিনিয়োগ করেন তাহলে 500 টাকা থাকলেই হবে।
শেয়ার বাজার একাউন্ট খোলার নিয়ম?
শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এটি আপনি যেকোনো ব্রোকারেজ-এর মাধ্যমে খুলতে পারবেন
শেয়ার কেনার কতদিন পর বিক্রি করা যায়?
Intraday-তে কিনলে সেদিন বাজার বন্ধ হবার আগেই বিক্রি করতে হবে এবং Delivery-তে কিনলে আপনি দীর্ঘ্য মেয়াদের জন্য রাখতে পারবেন।