নতুন বছরের আগেই Jio লঞ্চ করলো নতুন রিচার্জ প্ল্যান! আনলিমিটেড 5G ও কলিং সহ পাবেন 2150 টাকার কুপন

Updated on:

New Jio Recharge Plan: আর মাত্র কয়েকটি নিদের অপেক্ষা, তার পরেই শুরু হচ্ছে নতুন বছর। এই আনন্দের মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নিয়ে এলো “Jio New Year Welcome Plan”। যে সমস্ত ব্যাক্তিরা অনলাইনে ভিডিও দেখতে বেশি পছন্দ করে বা যাদের ইন্টারনেট ব্যাবহার করার জন্য বেশি ডেটা প্রয়োজন হয়, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান খুবই উপকারী। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকেরা কি কি সুবিধা পাবে? এবং এই প্ল্যানের মুল্য কত? এই সব বিষয়ে বিস্তারিত জানবো আজকের ওই প্রতিবেদনে।

Jio New Year Welcome Plan 

নতুন বছর শুরু হবার আগেই জিও নিয়ে এলো  “Jio New Year Welcome Plan”। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকেরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবে। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস এর সুবিধা পাবেন। 4G ব্যাবহারকারীরা পাবেন প্রতিদিন 2.5 GB ডেটা। অর্থাৎ যে সমস্ত ব্যাক্তিরা বেশি ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য এটি একটি দারুল প্ল্যান। এই প্ল্যানের দাম 2025 টাকা এবং এর মেয়াদ পুরো 200 দিন

জিও সবদিন তার সস্তায় অনেক বেশি সুবিধা দেওয়ার জন্যই বিখ্যাত। তবে এখানেই শেষ না, রিলায়েন্স জিও এই Jio New Year Welcome Plan-কে আরও আকর্ষণীয় করার জন্য দিচ্ছে একাধিক কুপন। যদি হিসেব করে দেখা হয় তাহলে এই সমস্ত কুপেনের ভ্যালু হবে প্রায় 2150 টাকা। অর্থাৎ আপনার রিচার্জ এর খরচ এখানেই উসুল হয়ে যাবে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করার পর সমস্ত কুপন আপনি মাইজিও অ্যাপে পেয়ে যাবেন।

এতে কি কি কুপন পাবেন?

Jio New Year Welcome Plan দিয়ে রিচার্জ করলে আপনি একগুচ্ছ কুপন পাবেন। এতে আপনি 500 টাকার AJIO কুপন পাবেন, যা AJIO অ্যাপে সর্বনিম্ন 2,500 টাকা বা এর চেয়ে বেশি টাকার অনলাইন কেনাকাটা করলে ব্যাবহার করতে পারবেন। Swigy অর্ডারে 150 টাকা ছাড় পাবেন, তবে এরজন্য আপনাকে সর্বনিম্ন 499 টাকার অর্ডার করতে হবে। এছাড়াও আপনি EaseMyTrip.com থেকে ফ্লাইট বুকিং করলে 1500 টাকা ছাড় পাবেন। 

তবে মনে রাখবেন, জিওর এই প্রিপেইড রিচার্জ অফার শুধুমাত্র 11 ডিসেম্বর, 2024 থেকে 11 জানুয়ারি, 2025 পর্যন্ত থাকবে। এরপর আপনি এই Jio New Year Welcome Plan-এর অফার পাবেন না।

Leave a Comment