অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায় ETF-এ বিনিয়োগে খরচ কম কেন?

Updated on:

Exchange Traded Fund (ETF): কোনো একটি এক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের তুলনায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF-এ বিনিয়োগের খরচ কিছুটা কম। কিন্তূ কেন? এটি কি আপনি জানেন? কারণ, ETF-এ বিনিয়োগ করা একটি প্যাসিভ বিনিয়োগের পর্যায় পড়ে, যেখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সব সময় হয় না। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের খরচ কিছুটা বেশি হয়। এই বিষয়ে আরও বিস্তারিত বোঝার জন্য আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।

ETF-এ বিনিয়োগে খরচ কম কেন?

একনো একটি এক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায় ETF-এ বিনিয়োগে খরচ কম। কারণ, একটি এক্টিভ মিউচুয়াল ফান্ড পরিচালনা করায় ফান্ড ম্যানেজারের বিশেষ ভূমিকা থাকে। এক্টিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার এবং একটি পুরো টীম তাহাবিল পরিচালনা করে। যার কারণে এই ধরনের ফান্ডে বিনিয়োগ করলে অনেক খরচ জড়িয়ে থাকে। এতে বিনিয়োগ করতে কতো খরচ হবে এটি নির্ভর করে ওই মিউচুয়াল ফান্ডের স্কিমের উপর। আর অন্যদিকে ETF বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে, যার কারণে এটি পরিচালনা করার জন্য ফান্ড ম্যানেজারের বিশেষ ভূমিকা থাকে না। তাই একটি ETF ম্যানেজ করার খরচ 0.2% এরও কম হতে পারে। যেখানে অনেকসময় একটি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার খরচ 1% এরও বেশি হয়ে থাকে।

যদি একটি ETF ম্যানেজ করার খরচ 0.2% ধরা হয় তাহলে, এতে 1000 টাকা বিনিয়োগ করলে 2 টাকা ফি দিতে হবে। অন্যদিকে আপনি যদি একটি এক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং ওই ফান্ডের এক্সপেন্স রেসিও 1% হয় তাহলে, আপনাকে এখানে 1000 টাকা বিনিয়োগের 10 টাকা ফি দিতে হবে। আপনাকে হয়তো এটি খুব কম অঙ্কের পার্থক্য মনে হচ্ছে। কিন্তূ আপনি যখনি বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন, তখন আপনি এই দুটিতে বিনিয়োগের খরচের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখতে পাবেন।

আরও পড়ুন » Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে এই ৫টি বিষয় জানা আবশ্যক! নইলে পড়তে হবে বিপদে।

আশাকরি আপনি বুঝতে পেরেছেন যে, যেন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায় ETF-এ বিনিয়োগে খরচ কম। এরপরেও আপনার মনে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে, নিচে মন্তব্য করতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

3 thoughts on “অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায় ETF-এ বিনিয়োগে খরচ কম কেন?”

  1. E T F – এ জয়েন করবো কিভাবে দ্রুত জানালে খুব উপকৃত হব। সবচেয়ে কত কম সময়ের জন্য বিনিয়োগ করা যায় ও কত বিনিয়োগ করলে কোটিপতি হতে পারব ??

    Reply
  2. কত কম সময়ের মধ্যেই মাসিক ন্যুনতম কত টাকা বিনিয়োগ করলে কোটিপতি হব।

    Reply

Leave a Comment