GST Rate: এবার পুরনো গাড়ি বিক্রিতেও বাড়লো ট্যাক্স! কি সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের?

Updated on:

GST Rate: রাজস্থানের জয়সলমীরে গতকাল জিএসটি কাউন্সিলের 55তম বৈঠক সম্পন্ন হলো। এই বৈঠকে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমবে হবে আশা করা হচ্ছিল, কিন্তূ সেটা হয়নি। বরং এই বৈঠকের পুরনো গাড়ি বিক্রিতেও আরও জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোন্ কোন্ গাড়ি বিক্রির উপর জিএসটি বাড়ানো হবে? এবং কতো বাড়ানো হবে? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। 

জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত

গতকাল 20 এবং 21 ডিসেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠক আয়োজিত হয়েছিল। সবাই আশা করেছিল যে এই বৈঠকে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমানো হবে। কিন্তূ এই আশা আর পূরণ হলো না। জিএসটি বৈঠকের (GST Council Meeting) সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন যে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর কর কমানোর সিদ্ধান্ত স্থগিত করেছে। তবে বৈঠকে কি প্রস্তাব রাখাল ফিটমেন্ট কমিটি, তা শুনলে অবাক হবেন। এই প্রস্তাব কার্যকর হলে পুরনো বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতি আগ্রহ কমে যাবে গ্রাহকদের। ব্যাবহৃত বৈদ্যুতিক গাড়ি বিক্রির উপর 12% GST আরোপ করা হতো, যা এবার 18% হতে পারে।

পুরনো বৈদ্যুতিক গাড়ি বিক্রিতেও GST বাড়বে?

GST আরোপ করা হয় গাড়ি বিক্রির মর্জিনের উপর। যেমন পেট্রোলচালিত গাড়ির যদি 1200 সিসির বেশি ইঞ্জিন হয় এবং 4 হাজার মিমির বেশি দৈর্ঘ্য হয়, তাহলে ওতে 18% জিএসটি আরোপ করা হয়। একইভাবে ডিজেলচালিত গাড়ির যদি 1500 সিসির বেশি ইঞ্জিন হয় এবং 4 হাজার মিমির বেশি দৈর্ঘ্য হয়, তাহলে এতেও 18% জিএসটি আরোপ করা হয়। তবে, সবুজ পরিবেশবান্ধব যানবাহন হওয়ার কারণে নতুন বৈদ্যুতিক গাড়ির উপর 5% জিএসটি ছার দেওয়া হয়, এবং পুরনো EV-র ক্ষেত্রে 12% জিএসটি আরোপ করা হতো। কিন্তূ এবার পুরনো বৈদ্যুতিক গাড়ি বিক্রির উপর 12% এর জায়গায় 18% ধার্য করা হয়েছে।

আরও পড়ুন » এই ৫টি লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকুন! নইলে বাড়িতে আসবে আয়কর বিভাগের নোটিশ।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্যাক্স এর বিষয়ে নানান ধরনের ভিডিও দেখা যাচ্ছে। যেখানে মানুষ বলছে ভারতে যত বেশি ট্যাক্স দেওয়া হয় তার বিপরীতে সেই মতো সুবিধা পাওয়া যায় না। এই করব্যাবস্থার ফলে মিডিল ক্লাস লোকেদের বেশি অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছেন তারা। এরকম সময় এই সিদ্ধান্ত থেকে সাধারণ মানুষেরা আরও হতাশ হতে পারে।

Leave a Comment