ব্যাংকের একাউন্ট থেকে পোস্ট অফিসের একাউন্টে টাকা জমা করার নিয়ম! Bank to post office Money transfer

Updated on:

ইন্টারনেটকে বলা হয় নব্য মাধ্যম। বিশ্বে বিপুল পরিবর্তন ঘটেছে অনলাইন আসার পর থেকে। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই এর প্রভাব দেখা যায়। ঠিক সেরকমই একটি ক্ষেত্র হল ব্যাংকিং সেক্টর। ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিস প্রায় সবক্ষেত্রেই বিরাট পরিবর্তন সাধন করেছে এই
অনলাইন সেক্টর। অনলাইন সিস্টেমে সারা ভারত জুড়ে ব্যাংকিং সিস্টেমে এসেছে আমূল পরিবর্তন।

সারা দেশের সব ধরণের ব্যাংক বর্তমানে কোর ব্যাংকিং সিস্টেমের অধীনে রয়েছে। ইন্টারনেট যত মডার্ন হচ্ছে ততই যেন বিশ্ব এগিয়ে যাচ্ছে। এখন অনায়াসেই মুহূর্তের মধ্যে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো যায়। শুধু তাই নয়, এখন ব্যাংক থেকে পোস্ট অফিসের একাউন্টে সরাসরি টাকা জমা করা যায়। যার ফলে খুব সহজেই টাকা লেনদেন করা যায়। কিন্তু জানেন কী ভাবে নিজের অন্য ব্যাংকের একাউন্ট থেকে পোস্ট অফিসের একাউন্টে টাকা জমা করা যায়? চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত।

ব্যাংক থেকে পোস্ট অফিসে টাকা ট্রান্সফার পদ্ধতি

জানিয়ে রাখি, সরাসরি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা জমা করতে পারবেন গ্রাহকরা। ব্যাংক থেকে পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা জমা করার প্রক্রিয়াটি সাধারণত কিছু ধাপের মাধ্যমে সম্পন্ন করা হয়। যেমন –

নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে

  • ধাপ ১: প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করুন (নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে)।
  • ধাপ ২: এরপর “Fund Transfer” বা “NEFT/RTGS/IMPS” বিকল্পটি নির্বাচন করুন।
  • ধাপ ৩: এরপর পোস্ট অফিস অ্যাকাউন্টকে Beneficiary হিসাবে যোগ করুন। এর জন্য পোস্ট অফিসের ব্যাংকিং তথ্য প্রয়োজন (যেমন: অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড)।
  • ধাপ ৪: Beneficiary যোগ হয়ে গেলে টাকা ট্রান্সফার করুন।

অবশ্যই পড়ুন » Post Office Investment: পোষ্ট অফিসে টাকা রাখার সুবিধা! পোস্ট অফিসে টাকা রাখার আগে জেনে নিন।

চেকের মাধ্যমে

পোস্ট অফিসের অ্যাকাউন্টের নামে চেক ইস্যু করুন। এরপর পোস্ট অফিসে চেকটি জমা দিন। পোস্ট অফিস আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করবে। তবে সরাসরি টাকা লেনদেন করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ 3 টে বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন:

(1) কোনও গ্রাহকের সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট এর ক্ষেত্রে গত বছরের কোনও ডিফল্ট লেনদেন থাকলে হবে না। কোনো ডিফল্ট লেনদেন থেকে থাকলে ওই গ্রাহককে সেই টাকা জমা করতে হবে নিজের কাছাকাছি কোনও পোস্ট অফিসে গিয়ে।

(2) প্রত্যেক গ্রাহক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট অর্থবর্ষে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে অথবা পিপিএফ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করতে পারবেন।

(3) টাকা ট্রান্সফার করার সময় সর্বদা মনে রাখবেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট বা পিপিএফ অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ট্রান্সফার করবেন, তা যেন অবশ্যই ৫০-র গুণিতক হয়।

তবে একটি বিষয় মাথায় রাখবেন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সময় কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সময় NEFT এবং RTGS ব্যবহার করতে হবে। তবে পাবলিক পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একমাত্র NEFT (National Electronic Funds Transfer) ব্যবহার করবেন।

আরোও পড়ুন » Post Office Investment: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫! নতুন নিয়মগুলি জেনে নিন

Leave a Comment