Income Tax Notice: ডিজিটাল অর্থব্যবস্থার দিকে দেশ যত এগিয়ে চলেছে, ততই নগদ লেনদেনে নজরদারি বাড়াচ্ছে ভারতের আয়কর বিভাগ। এখনও অনেক মানুষ নগদে লেনদেন করতে স্বাচ্ছন্দ বোধ করেন, কিন্তু বিশেষ কিছু নিয়ম অমান্য করলে আয়কর বিভাগের নোটিশ আসতে পারে আপনার বাড়িতেও। তাই আগেই সচেতন হওয়া প্রয়োজন। আজ এই প্রতিবেদনে এমন 5টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানানো হবে, যেগুলি মেনে চলা না হলে আপনিও হতে পারেন বড় সমস্যার মুখোমুখি।
বছরে 10 লক্ষ টাকার বেশি নগদ লেনদেন
যদি কোনও ব্যক্তি একটি আর্থিক বছরে নগদে 10 লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করেন, তাহলে আয়কর বিভাগকে এর বিস্তারিত হিসাব দিতেই হবে। লেনদেন এক বা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হলেও সব হিসাব জমা দিতে হবে। যদি এমনটা না করা হয়, তবে আয়কর বিভাগ আপনার নামে নোটিশ পাঠাতে পারে এবং আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে।
ফিক্সড ডিপোজিটে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা
ফিক্সড ডিপোজিটে (এফডি) 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা দিলে সেটিও আয়কর বিভাগের নজরদারির আওতায় আসবে। আপনার ফিক্সড ডিপোজিটের উৎস সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। আয়কর রিটার্নে আয়ের তথ্য স্পষ্টভাবে উল্লেখ না করলে এই ক্ষেত্রেও নোটিশ আসতে পারে।
সম্পত্তি কেনার সময় 30 লক্ষ টাকার বেশি নগদ লেনদেন
যদি কোনও ব্যক্তি নগদে 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কিনতে চান, তাহলে সেই লেনদেনের তথ্য আয়কর বিভাগকে জানাতেই হবে। সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত অর্থের উৎস স্পষ্ট না হলে তদন্তের মুখে পড়তে হতে পারে।
আরোও পড়ুন » Financial Freedom: ৫টি অভ্যাস বদলে দেবে আপনার জীবন! টাকা নিয়ে কোন চিন্তা থাকবে না।
ক্রেডিট কার্ড বিল নগদে 1 লক্ষ টাকা বা তার বেশি পরিশোধ
যদি ক্রেডিট কার্ডের বিল ১ লক্ষ টাকার বেশি হয় এবং সেটি আপনি নগদে মেটান, সেক্ষেত্রে আয়কর বিভাগ তার উৎস সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে। একইভাবে, যদি একটি আর্থিক বছরে মোট 10 লক্ষ টাকা বা তার বেশি পরিমাণে ক্রেডিট কার্ডে লেনদেন করেন, সেই হিসাবও আয়কর বিভাগকে দিতে হতে পারে।
শেয়ার, মিউচুয়াল ফান্ড বা বন্ডে 10 লক্ষ টাকার নগদ লেনদেন
শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা অন্য কোনও আর্থিক বিনিয়োগে যদি নগদে 10 লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন, তাহলে এই লেনদেনও আয়কর বিভাগের নজরে থাকবে। লেনদেনের অর্থ কোথা থেকে এসেছে, সেটি পরিষ্কার না হলে আয়কর বিভাগ আপনার থেকে ব্যাখ্যা চাইতে পারে।
আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট » https://www.incometax.gov.in/
অবশ্যই পড়ুন » Nifty 50 Vs Gold: আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে কোথায় বেশি রিটার্ন পেতেন?
উপরের এই নিয়মগুলি সাধারণ নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নগদ লেনদেন করার আগে সব সময় তার হিসাব রাখা এবং আয়কর রিটার্নে সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। নিয়ম লঙ্ঘন করলে অর্থদণ্ড বা আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই নগদ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন ও নিয়ম মেনে চলুন।
আমি Retired Govt School Head Teacher: Pension benefits, সারা কর্মজীবনের PF withdrawal এর টাকা তো আর সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা যায় না!
সেসব টাকা সর্বোচ্চ ইন্টারেস্ট খুঁজে সেই ব্যাংকে রাখবো। বলাই বাহুল্য, সিনিয়র সিটিজেন স্কিমে, PAN Card, Aadhaar Card-সহ চেক মারফত জমা করেও ইনকাম ট্যাক্স এর Notice আসবে???