PF-এর টাকা সরাসরি ATM থেকে তোলা যাবে! কবে থেকে পাবেন এই সুবিধা? বিস্তারিত জানুন

Updated on:

ভারতের সমস্ত PF অ্যাকাউন্টধারীদের জন্য বিরাট সুখবর, PF-এর টাকা সরাসরি ATM থেকে তোলা যাবে আগামী দিনে। শ্রম সচিব সুমিতা দাওরা এই নিয়ে ঘোষণা করেন গত ১১ ডিসেম্বর, ২০২৪। EPFO গ্রাহকদের এখনও পর্যন্ত PF-এর টাকা তোলার পক্রিয়া কিছুটা জটিল আছে। তবে, আগামী দিনে এটি ব্যাংকিং এর মত সহজ হয়ে যাবে। EPFO গ্রাহকরা কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি ATM থেকে টাকা তুলতে পারবে। কবে থেকে পাবেন এই সুবিধা? কি জানালেন শ্রম মন্ত্রণালয়? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। 

PF-এর টাকা সরাসরি ATM থেকে তোলা যাবে 

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) গ্রাহকদের বিরাট খুশির খবর দিল শ্রম মন্ত্রণালয়। শ্রম সচিব সুমিতা দাওরা গত 11 ডিসেম্বর ঘোষণা করেন যে, আগামী দিনে কর্মীরা সরাসরি ATM থেকে PF-এর টাকা তুলতে পারবেন। তিনি বলেন যে 2025 সালের জানুয়ারি থেকেই বড়ো পরিবর্তন দেখা যাবে। দেশের কর্মীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয় আইটি সিস্টেমকে আপগ্রেড করছে। খুব শীঘ্রই EPFO-তে আইটি 2.1 সংস্করণ থাকবে। ব্যাংকিং ব্যবস্থার মতো সহজ স্তরে নিয়ে আসা হবে EPFO-এর আইটি পরিকাঠামোকে।

কবে থেকে পাবেন এই সুবিধা?

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 2025-এর মে থেকে জুনের মধ্যের পেতে পারেন PF-এর টাকা সরাসরি ATM থেকে তোলা সুবিধা। অর্থাৎ খুব সহজেই দাবিদার, সুবিধাভোগী, বা বীমাকৃত ব্যক্তিরা ATM থেকে তাদের মোট PF ব্যালেন্সের 50% উত্তোলন করতে পারবে। অবসর নেওয়ার বয়সে অর্থাৎ 55 বছর বয়সে EPFO সদস্যরা তাদের সম্পূর্ন অর্থ উত্তোলন করতে পারে। তবে অবসর গ্রহণের 1 বছর আগেও তারা 90% আমানত তুলতে পারবে। 

আরও পড়ুন » Post Office Investment: পোষ্ট অফিসে টাকা রাখার সুবিধা! পোস্ট অফিসে টাকা রাখার আগে জেনে নিন।

ইপিএফ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়। তবে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে ATM এর মাধ্যমে PF টাকা তোলা যাবে? নাকি এর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হবে? এই বিষয়ে এখনো কোনোকিছু জানা যায়নি। মৃত EPFO ​​সদস্যদের 7 লক্ষ টাকা বীমা সুবিধা প্রদান করে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স (EDLI) স্কিম, এই টাকাও আগামী দিনে সরাসরি AMT থেকে তোলা যাবে। এর জন্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মৃত EPFO সদস্যের EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হতে পারে।

2 thoughts on “PF-এর টাকা সরাসরি ATM থেকে তোলা যাবে! কবে থেকে পাবেন এই সুবিধা? বিস্তারিত জানুন”

Leave a Comment