Facility of Keeping Money in Post Office: আপনিও যদি আপনার উপার্জিত অর্থ বিনিয়োগ বা সঞ্চয়ের উদ্দেশ্যে পোস্ট অফিসে রাখেন তাহলে আপনার অবশ্যই জানা দরকার পোস্ট অফিসে টাকা রাখার সুবিধা সম্পর্কে। ব্যাগ বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে এবং ব্যাংকের তুলনায় ভালো শুধু রয়েছে। এছাড়াও আরো একাধিক সুবিধার জন্য অনেক ব্যক্তির পোস্ট অফিসে টাকা রাখতে পছন্দ করেন। আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখতে চাইছেন বা আপনার যদি পোস্ট অফিসে একাউন্ট রয়েছে তাহলে আপনার অবশ্যই জানা দরকার পোস্ট অফিসে টাকা রাখার কি কি সুবিধা রয়েছে।
পোষ্ট অফিসে টাকা রাখার সুবিধা সমূহ
পোস্ট অফিসে টাকা রাখলে আপনি কি কি সুবিধা পাবেন সেগুলি এবার দেখে নেওয়া যাক।
আরোও পড়ুন » Post Office Investment: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫! নতুন নিয়মগুলি জেনে নিন
- পোস্ট অফিসে আপনি যে টাকাটি রাখবেন সেটি সম্পূর্ণ নিরাপদ এবং সেটি সরকার দ্বারা সুরক্ষা প্রাপ্ত।
- পোস্ট অফিসে একাধিক বিনিয়োগ স্কিম রয়েছে যে স্কিমগুলোতে টাকা রাখলে আপনি খুব ভালো রিটার্ন পাবেন। কয়েকটি জনপ্রিয় স্কিম হল। সুকন্যা সমৃদ্ধি যোজনা, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষান বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ইত্যাদি।
- পোস্ট অফিসের ফিক্স ডিপোজিট এবং সেভিংস একাউন্টে ব্যাংকের ফিক্স ডিপোজিট এবং সেভিংস একাউন্ট এর তুলনায় বেশি সুদ পাবেন।
- গ্রাম থেকে শহরে সর্বত্রেই রয়েছে পোস্ট অফিস তাই পোস্ট অফিসে লেনদেন আরো সহজলভ্য হয়ে ওঠে সাধারণ গ্রাহকদের কাছে।
- পোস্ট অফিসের PPF এবং NSC-তে বিনিয়োগে আয়কর আইনের 80C ধারা অনুযায়ী কর ছাড় পাবেন।
- পোস্ট অফিসের সমস্ত স্কিম গুলিতে আপনি নমিনির সুবিধা পেয়ে যাবেন ফলে আপনার অবর্তমানে আপনার জমানো টাকার মালিকানা কে পাবে সেটিও আপনি নির্ধারণ করতে পারবেন।
- এছাড়াও পোস্ট অফিসের কয়েকটি স্কিমের অধীনে আপনি লোনের সুবিধাও পেয়ে যাবেন, তাই আপনার যদি কোন এমার্জেন্সি টাকার দরকার হয় তাহলে আপনি পোস্ট অফিস থেকে লোন নিতে পারবেন।
- পোস্ট অফিসে যে সকল স্কিম গুলি রয়েছে সেই স্কিম গুলিতে টাকা বিনিয়োগ করার জন্য খুবই স্বল্প টাকার প্রয়োজন।
- বর্তমানে পোস্ট অফিস গুলি আনেকটা ডিজিটাল হয়ে গেছে তাই বর্তমানে আপনি আপনার পোস্ট অফিসের একাউন্ট বাড়িতে বসে মোবাইল থেকে পরিচালনা করতে পারবেন।
- পোস্ট অফিস গুলি গ্রাহকদের বিনিয়োগের সুবিধা দেওয়ার পাশাপাশি জীবন বীমার সুবিধাও দিয়ে থাকে। পোস্ট অফিসের জনপ্রিয় দুটি জীবন বীমা স্কিম হল: (১) ডাক জীবন বীমা ও (২) গ্রামীণ ডাক জীবন বীমা।
আজকের প্রতিবেদনে পোস্ট অফিসে টাকা রাখার সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এক্ষেত্রে দশটি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে পোস্ট অফিসে টাকা রাখার সেই সুবিধা গুলি আপনি পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করলেই ধীরে ধীরে জানতে পারবেন।
পোস্ট অফিসে টাকা রাখার সুবিধা ও নিয়ম-কানুন সমস্ত কিছু জানতে অবশ্যই India Post এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন » https://www.indiapost.gov.in/
অবশ্যই পড়ুন » Post Office MIS Scheme: পোস্ট অফিসের মাসিক আয় স্কিমের সুদের হার, সুবিধা ও অ্যাকাউন্ট খোলার নিয়ম