একদিন কত টাকা লেনদেন করতে‌ পারবেন! বিপদে পড়ার আগে জেনে রাখুন।

Updated on:

How much Money can you Transact in a Day?: বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের উপর প্রচুর জোর দিয়েছে ভারত সরকার। তবে ডিজিটাল ভাবে লেনদেন বাড়লেও, ভারতের অর্থনীতিতে এখনও নগদে লেনদেন করা হয়। নগদে লেনদেন কালো টাকা সাদা করার এক বহু পুরানো কৌশল। এই কালো টাকার লেনদেন আটকাতে ভারত সরকার বিভিন্ন সময় একাধিক পদক্ষেপ নিয়েছে। নগদে লেনদেনের সীমাও নির্ধারণ করে দিয়েছে।

আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি দৈনিক একটি নির্দিষ্ট পরিমান টাকাই লেনদেন করতে পারেন। সীমার বাইরে গিয়ে লেনদেন করলে হতে পারে জরিমানা। নগদে একদিনে সর্বোচ্চ কত টাকা লেনদেন করা যায়? কী বলছে নিয়ম? আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

নগদে একদিনে কত টাকা লেনদেন করা যায়?

আর্থিক লেনদেন করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আপনি চাইলেই যথেচ্ছ ভাবে টাকা লেনদেন করতে পারবেন না। এমনকি নিয়মের বাইরে গিয়ে লেনদেন করতে দিতে হবে মোটা অঙ্কের লেনদেন। আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একদিনে নগদে ২ লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।

যে কোনো কাজের ক্ষেত্রেই একদিনে নগদে ২ লাখ টাকা লেনদেন করা যায় না। আপনি যদি ২ লাখ টাকার বেশি কেনা কাটা করে বিল মেটাতে চান, তাহলে চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করতে হবে। শুধু বিল মেটানো নয়, পরিবারের কোনো সদস্যের সাথেও একদিনে ২ লাখ টাকার বেশি লেনদেন করা যাবে না। এমনকি বিয়ের নগদে কিংবা বীমার পলিসি মেটাতে একদিনে ২ লাখ টাকার ক্যাশ দেওয়া যাবে না।

আরোও পড়ুন » Bank Account Dormant: কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়! বিস্তারিত জেনে নিন

২ লাখের বেশি লেনদেন করলে হতে পারে জরিমানা

আপনি যদি একদিনে নগদে ২ লাখের বেশি লেনদেন করেন, তাহলে আপনাকে জরিমানা করা হতে পারে। এই জরিমানার পরিমান অনেক সময় যত টাকা লেনদেন হবে তত টাকাই হতে পারে। যথেচ্ছ ভাবে লেনদেন করলে বা লেনদেনের সীমা পার করলে আইনী নোটিশ পাঠাবে আয়কর দপ্তর। এ বিষয়ে মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স বিশেষজ্ঞ বলওয়ান্ত জৈন বলেছেন, আপনি যদি ৫ লাখের নগদ লেনদেন করেন, তাহলে আয়কর বিভাগ অডিটের সময় তা খুঁজে পেলে আপনাকে একই পরিমাণ অর্থদণ্ড দিতে হতে পারে।

উল্লেখ্য, ফাইন্যান্স অ্যাক্ট ২০১৭ তে কালো টাকা নিয়ন্ত্রণের জন্য 269ST ধারা ঢোকানো হয়েছে। এই ধারা অনুযায়ী, একজন ব্যক্তি একদিনে ২ লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন না। তাই এর পর থেকে জরিমানা থেকে নিজকে বাঁচাতে এবং আয়কর হানাকে রুখতে নিয়ম মেনে লেনদেন করুন।

অবশ্যই পড়ুন » Bank Scam: এই ৮টি ভুল করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে! আগে থেকেই সাবধান হয়ে যান।

Leave a Comment