PMJJBY: ভারতের নাগরিকদের সুবিদার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করে থাকে। যার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)। অর্থ মন্ত্রক জানিয়েছেন যে, কেন্দ্রের এই প্রকল্পের অধীনে 2 লক্ষ টাকার কভারেজ পাচ্ছেন 21 কোটিরও বেশি মানুষ। আপনিও যদি কেন্দ্রের এই বীমা প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) 2015 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা হয়েছিল। এটি একটি পুনর্নবীকরণযোগ্য মেয়াদী বীমা পলিসি, অর্থাৎ এটি আপনাকে প্রতিবছর রিনিউ করতে হবে। এতে বার্ষিক 436 টাকা প্রিমিয়াম পরিশোধ করতে হয়, যার বিপরীতে পলিসিধারক 2 লক্ষ টাকার লাইফ কভার পেয়ে থাকে। অর্থাৎ, যেকোনো কারণেই পলিসি ধারকের মৃত্যু হক না কেন তার পরিবার 2 লক্ষ টাকা পাবেন। প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট থেকে স্বাংক্রিয় ভাবে কেটে নেওয়া হয়কভারেজ0ক।
2 লক্ষ টাকা কভারেজ পাচ্ছেন 21 কোটিরও বেশি মানুষ
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) পলিসি থাকলে যেকোনো কারণে পলিসিধারকের মৃত্যু হলে তার পরিবার সদস্য 2 লক্ষ টাকা কভারেজ পায়। এই প্রকল্প 21 কোটিরও বেশি মানুষকে 2 লক্ষ টাকা কভারেজ প্রদান করছে বলে সোশ্যাল মিডিয়া X-এ শনিবার পোস্ট করে জানিয়েছেন অর্থ মন্ত্রক। 20 অক্টোবর, 2024 পর্যন্ত 17,211.50 টাকা মূল্যের দাবির সংখ্যা ছিল 860,575 টি।
কারা PMJJBY আবেদন করতে পারবেন?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) পলিসির জন্য আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে কহবে। আবেদনকারীর যেন নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট থাকে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও যেকোনো একটি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আবেদন করা যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। এছাড়াও তার একটি স্ব-প্রত্যয়িত মেডিকেল শংসাপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন: PF-এর টাকা সরাসরি ATM থেকে তোলা যাবে! কবে থেকে পাবেন এই সুবিধা? বিস্তারিত জানুন।
কিভাবে PMJJBY আবেদন করবেন?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ভারতের জীবন বীমা কর্পোরেশন এবং ভারতের বিভিন্ন ব্যক্তিগত জীবন বীমা প্রদানকারী দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এতে খুব সহজেই আবেদন করতে পারবেন। এর জন্য আপনার যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাঙ্কটি যেন বীমা কোম্পানীগুলির সাথে আবদ্ধ বা অধিভুক্ত থাকে। এলাহাবাদ ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাংক লিমিটেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো বেশিরভাগ জনপ্রিয় ব্যাংকের শাখার গিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)-এর জন্য আবেদন করতে পারবেন।
আপনি অনলাইনে মাধ্যমেও আবেদন করতে পারবেন, অনলাইন আবেদন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে:
- প্রথমে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করুন।
- এরপর Insurance এ ক্লিক করুন।
- এরপর PMJJBY আবেদন করুন।
- এরপর প্রিমিয়াম পরিশোধ করুন।
- এরপর রসিদটি ডাউনলোড করুন এবং উল্লেখিত রেফারেন্স নম্বরটি নোট করুন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) আবেদন ফর্ম ডাউনলোড: এখানে ক্লিক করুন
আবেদন করার আগে ব্যাংকের কর্মীর কাছ থেকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) সম্পর্কে আরও একবার বিস্তারিত বুঝে নেবেন।
Ra