Post Office FD Calculator 2025 (পোস্ট অফিস এফডি ক্যালকুলেটর ২০২৫)
আপনি পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করার আগে এখানে গণনা করে দেখতে পারেন যে, আপনি কতো টাকা বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন। এরজন্য আপনাকে উপরের ক্যালুলেটরে বিনিয়োগের পরিমাণ (Investment Amount), বার্ষিক সুদের হার (Annual Interest Rate) এবং বিনিয়োগের মেয়াদ (Tenure) দিয়ে ক্যালকুলেট (Calculate) বটনে ক্লিক করতে হবে।
তাহলেই আপনার আপনার সামনে আপনার বিনিয়োগের পরিমাণ, আপনার প্রাপ্ত সুদের পরিমাণ এবং কতো টাকা ম্যাচিউরিটি পাবেন তা দেখতে পারেন।
How To Work Post Office FD Calculator? (পোস্ট অফিস এফডি ক্যালকুলেটর কিভাবে কাজ করে)
The calculator uses the formula for compound interest:
M = P × (1 + r/n) ^ (n × t)
Where:
- M = Maturity Amount
- P = Principal
- r = Annual interest rate (in decimal)
- n = Number of compounding periods (quarterly = 4)
- t = Tenure in years
এই ক্যালকুলেটরে চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র ব্যাবহার করে, যেটি হলো: M = P × (1 + r/n) ^ (n × t)
যেখানে:
- M = ম্যাচুরিটির পরিমাণ
- P = মূলধন বা প্রিন্সিপাল
- r = বার্ষিক সুদের হার (দশমিকে)
- n = চক্রবৃদ্ধি সময়ের সংখ্যা (ত্রৈমাসিক = 4)
- t = মেয়াদ (বছরে)
এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং প্রতিদিন আর্থিক খবরাখবর পেতে সোশ্যাল মিডিয়াতে অর্থসংস্থান-এর সঙ্গে যুক্ত থাকুন।