Post Office FD Vs RD: 5 বছরের জন্য বিনিয়োগ করলে কোথায় বেশি রিটার্ন পাবেন?

Updated on:

Post Office FD Vs RD: নিরাপদ অর্থ সঞ্চয়ের জন্য পোস্ট অফিস একটি ভালো বিকল্প। পোস্ট অফিসে বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Scheme) রয়েছে, যেগুলি ভারত সরকার দ্বারা পরিচালিত। যার মধ্যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (FD) এবং রেকারিং ডিপোজিট (RD), এই 2টি স্কিম খুবই জনপ্রিয়। তবে, এই দুটিতে 5 বছরের জন্য বিনিয়োগ করলে কোথায় বেশি রিটার্ন পাবেন? এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

পোস্ট অফিসের FD এবং RD স্কিমের তুলনা

পোস্ট অফিসের খুবই জনপ্রিয় দুটি স্কিম হলো টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট (FD) এবং রেকারিং ডিপোজিট (RD) স্কিম। পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বা FD-তে একবার একমুঠো টাকা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বিনিয়োগ করা যায়। অন্যদিকে পোস্ট অফিসের RD স্কিমে আপনাকে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। পোস্ট অফিসের FD তে আপনি সর্বনিম্ন 1000 টাকা বিনিয়োগ করতে পারবেন এবং RD-তে প্রতিমাসে সর্বনিম্ন 100 টাকা বিনিয়োগ করতে পারবেন। উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। 

পোস্ট অফিসের FD-র মেয়াদ 1, 2, 3 এবং 5 বছর। এতে আপনি 1 বছরের জন্য বিনিয়োগ করলে বার্ষিক 6.90% সুদ পাবেন, 2 বছরে বার্ষিক 7% সুদ, 3 বছরে বার্ষিক 7.10% সুদ এবং 5 বছরের জন্য বিনিয়োগ করলে বার্ষিক 7.50% সুদ পাবেন। অন্যদিকে পোস্ট অফিসের RD স্কিমের মেয়াদ 5 বছরের এবং এর বার্ষিক সুদ 6.7%। উভয় স্কিমের ক্ষেত্রেই বার্ষিক সুদ প্রতি ত্রৈমাসিক গণনা করা হয়।

পোস্ট অফিসের FD-তে আপনি 6 মাসের আগে অকাল প্রত্যাহার করতে পারবেন না। আপনি যদি বিনিয়োগের 6 মাস পর এবং 1 বছরের আগেই টাকা তুলেনিতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ পাবেন। আর যদি মেয়াদ শেষের আগে এবং 1 বছর পর টাকা তুলেন তাহলে, FD-র হারের চেয়ে 2% কম সুদ পাবেন। অন্যদিকে RD স্কিমে আপনি 3 বছর পর সেভিংস অ্যাকাউন্টের হারে অকাল প্রত্যাহার করতে করতে পারবেন।

আরও পড়ুন » Post Office Investment: পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২৫! নতুন নিয়মগুলি জেনে নিন।

Post Office FD Vs RD

বিষয়পোস্ট অফিস FDপোস্ট অফস RD
সর্বনিম্ন বিনিয়োগ1000 টাকামাসে 100 টাকা
মেয়াদ1, 2, 3 ও 5 বছর5 বছর
বার্ষিক সুদের হার6.90% – 7.50%6.70%
সুদ গণনাত্রৈমাসিকত্রৈমাসিক
অকাল প্রত্যাহার6 মাস পর*3 বছর পর*

5 বছরের জন্য বিনিয়োগ করলে কোথায় বেশি রিটার্ন পাবেন?

আপনি যদি পোস্ট অফিসের FD-তে 5 বছর মেয়াদের জন্য 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে, 4,49,948 টাকা সুদ পাবেন। অর্থাৎ আপনি মোট 14,49,948 টাকা রিটার্ন পাবেন। অন্যদিকে আপনি যদি পোস্ট অফিসের RD স্কিমে 5 বছর মেয়াদের জন্য প্রতিমাসে 16,663 টাকা জমা করেন তাহলে আপনার জমা করা অর্থের পরিমাণ হবে 9,99,780 টাকা। এতে আপনি 1,89,392 টাকা টাকা সুদ পাবেন। অর্থাৎ এতে আপনি মোট 11,89,172 টাকা রিটার্ন পাবেন।

আরও পড়ুন » Post Office Investment: পোষ্ট অফিসে টাকা রাখার সুবিধা! পোস্ট অফিসে টাকা রাখার আগে জেনে নিন।

তারমানে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে রেকারিং ডিপোজিট (RD) স্কিমের তুলনায় বেশি রিটার্ন পাবেন। তবে, RD-র একটি বড়ো সুবিধা হলো যে, এতে আপনাকে একমুঠো টাকা একসঙ্গে বিনিয়োগ করতে হয় না।

Leave a Comment