Post Office MIS Scheme In Bengali: পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে মাসিক আয় প্রকল্প (Monthly Income Scheme) খুবই জনপ্রিয়। কারন আপনি এতে মাত্র একবার অর্থ বিনিয়োগ করলে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আয় পাবেন। বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে ৭.৪০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আপনি যদি এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই বন্ধটি সম্পূর্ন পড়ুন।
পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (Post Office MIS Scheme)
ভারত সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হল মাসিক আয় প্রকল্প (Monthly Income Scheme)। অনেকেই এটি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মাসিক আয় নামের জানে। এখানে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ ৫ বছরের জন্য বিনিয়োগ করলে, একাউন্ট খোলার পরের মাস থেকে মাসে মাসে সুদের টাকা আয় রূপে পাবেন। এরপর আপনার মেয়াদ পূর্ন হওয়ার পরে জমাকৃত টাকাও ফেরত পাবেন। আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিসের এম এই এস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
সুদের হার (Interest Rate)
পোস্ট অফিসের মাসিক আয় স্কিম এর সুদের হার (Post Office MIS Scheme Interest Rate) বর্তমানে বার্ষিক ৭.৪০ শতাংশ। এই সুদের হার বার্ষিক গণনা করা হয় এবং এটিকে প্রতি মাসের ভিত্তিতে ভাগ করে অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। প্রয়োজন হলে সরকার প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার সংশোধন করে থাকে, তাই বিনিয়োগ করার আগে বর্তমান সুদের হার যাচাই করা দরকার।
সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ বিনিয়োগ করা যাবে?
পোস্ট অফিসের এম আই এস স্কিমে আপনারা একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে ২ বা ৩ জন ব্যাক্তি একত্রিত হয়ে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে একক অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লাখ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে।
অ্যাকাউন্টের ধরন | সর্বোচ্চ বিনিয়োগ |
---|---|
একক অ্যাকাউন্ট | ৯,০০,০০০/- টাকা |
যৌথ অ্যাকাউন্ট | ১৫,০০,০০০/- টাকা |
পোস্ট অফিসের এম এই এস স্কিমের সুবিধা
পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (POMIS) এর একাধিক সুবিধা রয়েছে, যেগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে –
- নিরাপদ বিনিয়োগ: পোস্ট অফিসের মাসিক আয় স্কিম ভারত সরকার দ্বারা পরিচালিত, যার কারণে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকে।
- মাসিক আয়: আপনি এই স্কিমে বিনিয়োগ করে পরিতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ আয় আপবেন।
- উচ্চ সুদের হার: এখানে আপনি বিনিয়োগ করা অর্থের উপর উচ্চ সুদ পাবেন, বার্ষিক ৭.৪ শতাংশ।
- গ্যারান্টি রিটার্ন: পোস্ট অফিসের MIS স্কিমে আপনি গ্যারেন্টি রিটার্ন পাবেন।
কারা কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?
ভারতের সমস্ত প্রাপ্ত বয়স্ক নারোরিক পোস্ট অফিসের MIS স্কিমে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ, আপনার বয়স ১৮ বছরের বেশি হলেই এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে, একজন অভিভাবক তার ১০ বছর বয়সের বেশি শিশুর নামে বা কোনো প্রতিবন্ধী ব্যাক্তির নাম অ্যাকাউন্ট খুলতে পারে।
আরও পড়ুন » 3 Lakh FD Interest In Post Office: পোস্ট অফিসে ৩ লক্ষ টাকার এফডি করলে কতো রিটার্ন পাবেন দেখুন।
পোস্ট অফিসে মাসিক আয় স্কিম (POMIS) অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
পোস্ট অফিসে মাসিক আয় স্কিম (POMIS) অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। এরপর সেখান থেকে অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে হবে। আপনি পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও POMIS অ্যাকাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করতে পারেন। এরপর সেটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে জমা করতে হবে। এরপর আপনাকে ক্যাশ, চেক বা নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা ডিপোজিট করতে হবে।
অ্যাকাউন্ট খোলার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (Post Office MIS Scheme) সম্পর্কিত সমস্ত নিয়ম আরেকবার ভালোভাবে বুঝে নিতে হবে।