Rules for Writing an Application to the Bank Manager in Bengali: ব্যাঙ্কিং সেবার বিভিন্ন বিষয়ে আমাদের মাঝে মাঝেই ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত দেওয়ার প্রয়োজন পড়ে। মোবাইল নম্বর পরিবর্তন, অ্যাকাউন্ট স্থানান্তর, বন্ধ অ্যাকাউন্ট চালু করা, চেক বইয়ের আবেদন বা অন্য যেকোনো পরিষেবা পাওয়ার জন্য দরখাস্ত দেওয়ার সঠিক পদ্ধতি জানা জরুরি। কারণ দরখাস্তে ভুল থাকলে তা প্রত্যাখ্যাত হতে পারে বা বিলম্বিত হতে পারে। তাই একটি দরখাস্ত সঠিকভাবে লেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন।
ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম বাংলায়
নিচে স্টেপ বাই স্টেপ ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম বাংলা ভাষায় সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।
আবেদনপত্রের বাম পাশে উপরে প্রথমে লিখতে হবে
a) To, The Bank Manager
b) ঠিক তার নীচের লাইনে লিখতে হবে ব্যাংকের নাম।
c) দ্বিতীয় লাইনটির একদম নিজ বরাবর লিখতে হবে ব্যাংকের ঠিকানা।
দরখাস্তের বিষয় উল্লেখ
এরপর আপনার সংশ্লিষ্ট আবেদনপত্রের মাঝ বরাবর বিষয় লিখে সমস্যার সারমর্ম সংক্ষেপে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়: “বিষয়: অ্যাকাউন্ট স্টেটমেন্টের জন্য আবেদন।”
আবেদনের তারিখ
এরপর আবেদনপত্রের ডানপাশে উপরে আবেদনপত্র লেখার তারিখ উল্লেখ করতে হবে।
উদাহরণ: তারিখ: ১১ ডিসেম্বর, ২০২৪।
সম্বোধন
মনে রাখবেন দরখাস্তের মূল বিষয় শুরুর প্রথমে ব্যাঙ্কের ম্যানেজারকে সম্বোধন করে লিখতে হবে। যেমন: ম্যানেজার পুরুষ হলে- ‘মহাশয়’ এবং ম্যানেজার মহিলা হলে- ‘মহাশয়া।’
দরখাস্তের মূল বিষয়
এবার আসা যাক দরখাস্তের মূল বিষয়ে। এই পর্বে প্রথমেই নিজের পরিচয় সহ অন্যান্য তথ্য লিখতে হবে। যেমন: নিজের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ঠিকানা। এরপর আপনার সংশ্লিষ্ট সমস্যাটি ওই আবেদনপত্রে বিস্তারিতভাবে লিখতে হবে। এরপর প্যারাগ্রাফ পরিবর্তন করে নতুন প্যারাগ্রাফে আপনার সমস্যার সমাধানের জন্য আবেদন জানাতে হবে।
অবশ্যই পড়ুন » Bank Scam: এই ৮টি ভুল করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে! আগে থেকেই সাবধান হয়ে যান।
যোগাযোগের মোবাইল নম্বর
এরপর মূল বিষয় লেখা শেষ হলে, বাম পাশে নীচের দিকে নিজের মোবাইল নম্বর দিয়ে দেবেন। যাতে পরবর্তীতে আপনার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ওই আবেদন নিয়ে যোগাযোগ করতে পারে।
ধন্যবাদ ও নাম
লেখা শেষ করার পর ডান পাশে নীচে ধন্যবাদান্তে লিখুন। এরপর নিজের নাম স্পষ্টভাবে উল্লেখ করুন। উদাহরণ: আপনার বিশ্বস্ত [আপনার নাম]।
নিম্নে উদাহরণসহ ব্যাংকের ম্যানেজারকে দরখাস্ত লেখার ধাপগুলি পর্যায়ক্রমে দেখিয়ে দেওয়া হল:
To,
The Bank Manager, ______________ তারিখ:
[ব্যাংকের নাম],
[ঠিকানা]।
বিষয়: [দরখাস্তের বিষয়]
মহাশয়/মহাশয়া,
[মূল বিষয়]
যোগাযোগ: [মোবাইল নম্বর] ধন্যবাদান্তে,
[আপনার নাম]
আরোও পড়ুন » Bank Account Dormant: কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়! বিস্তারিত জেনে নিন