SBI ATM Card Annually Charge: সরকারি ব্যাংকের কথা উঠলে সবার প্রথমে আসে স্টেট ব্যাংকের কথা কারণ স্টেট ব্যাংক হল ভারতের সর্ব বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকে পুরো দেশ জুড়ে ৫০ কোটিরও বেশি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংকের জনপ্রিয়তার মূল কারণ হলো গ্রাম থেকে শহরের সর্বত্র এই ব্যাংকের একাধিক শাখা রয়েছে। ২০২৪ সালে মার্চ মাসেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ATM Card বা ডেবিট কার্ডের বার্ষিক চার্জ বৃদ্ধি করেছে। আজকের এই প্রতিবেদনে জানাবো আপনার কাছে যদি স্টেট ব্যাংকের ডেবিট কার্ড থেকে থাকে তাহলে বার্ষিক কত টাকা চার্জ দিতে হবে।
স্টেট ব্যাংকের এটিএম কার্ডের বার্ষিক চার্জ বৃদ্ধি
বর্তমান দিনে অধিকাংশ একাউন্ট গ্রাহকদের কাছেই এটিএম কার্ড বা ডেবিট কার্ড রয়েছে। ডেবিট কার্ডের এই চাহিদার মূল কারণ হলো এর সুবিধা কারণ এটিএম কার্ডের একাধিক সুবিধা রয়েছে। এটিএম কার্ড এর বিপুল পরিমাণ চাহিদার জন্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম কার্ডের বার্ষিক চার্জ ২০২৪ সালের মার্চ মাসে বৃদ্ধির ঘোষণা করেছে। এরপর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এটিএম কার্ড ব্যবহারের জন্য বৃদ্ধি প্রাপ্ত বার্ষিক চার্জ কার্যকর হয়েছে । এক্ষেত্রে জানিয়ে রাখি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কার্ডের ক্ষেত্রে ৬০ শতাংশ বার্ষিক চার্জ বৃদ্ধি করেছে।
অবশ্যই পড়ুন » Credit Card: ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড কি কাজে লাগে? ক্রেডিট কার্ড কি ভাবে পাবো? বিস্তারিত জানুন।
স্টেট ব্যাংকের এটিএম কার্ডের বার্ষিক খরচ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের একাধিক এটিএম কার্ড বা ডেবিট কার্ড অফার করে থাকে। প্রতিটি কার্ডের গুরুত্ব এবং কাজ ভিন্ন হওয়ার জন্য প্রতিটি কার্ডের বার্ষিক চার্জেও আলাদা আলাদা করা হয়েছে। নিচে স্টেট ব্যাংকের সমস্ত ডেবিট কার্ডের বার্ষিক চার্জের লিস্ট দেওয়া হয়েছে।
নং | ATM কার্ডের প্রকার | বার্ষিক চার্জ |
---|---|---|
(১) | Classic /Silver/Global/Contactless Debit Cards. | ২০০ টাকা + GST |
(২) | Yuva/Gold/Combo Debit Card/My Card (Image Card) | ২৫০ টাকা + GST |
(৩) | Platinum Debit Card | ৩২৫ টাকা + GST |
(৪) | Pride / Premium Business Debit Card | ৪২৫ টাকা + GST |
এক্ষেত্রে সবার প্রথমে যে এটিএম কার্ডটি রয়েছে সেই এটিএম কার্ডটি একাধিক গ্রাহক ব্যবহার করে থাকে। আর আপনি যদি এই কার্ডটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকেও প্রতিবছর 200 টাকা+GST দিতে হবে।
আরোও পড়ুন » SBI Account Balance Check: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যালেন্স চেক! বাড়িতে বসে এইমাত্র ২ মিনিটে চেক করুন