SBI Money Double Scheme: টাকা ফেলে রাখলে ডবল হবে না, এরজন্য বিনিয়োগ করতে হবে। বর্তামনে বিনিয়োগের অনেক বিকল্প পাবেন। তবে, এখনও সুরক্ষিত বিনিয়োগের কথা বললে সর্বপ্রথম মাথায় আসে ফিক্সড ডিপোজিট (FD)। তাই আজকে আমরা ভারতের সবচেয়ে বড়ো পাব্লিক সেক্টর ব্যাঙ্ক State Bank of India (SBI)-এর ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে কিভাবে টাকা ডবল করবেন এই বিষয়ে বিস্তারিত জানবো।
স্টেট ব্যাংকের টাকা ডবল স্কিম (SBI Money Double Scheme)
স্টেট ব্যাংকের টাকা ডবল স্কিম নামে (SBI Money Double Scheme) কোনো স্কিম নেই, তবে অনেকেই State Bank of India (SBI)-এর ফিক্সড স্কিম কে স্টেট ব্যাংকের টাকা ডবল স্কিম নামে জনে। কারণ, এতে বিনিয়োগ করে টাকা ডবল করা সম্ভব।
স্টেট ব্যাংকে আপনি 7 দিন থেকে শুরু করে 10 বছর মেয়াদের জন্য FD করতে পারবেন। যেখানে আপনি 3.5% থেকে 7.5% পর্যন্ত সুদ পাবেন। তবে, আপনি যদি নিজের টাকা ডবল করতে চান তাহলে আপনাকে 10 বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে হবে। কারণ, স্টেট ব্যাংক 10 বছর মেয়াদের 3 কোটি টাকার কম আমানতের FD-তে 7.5% পর্যন্ত সুদ দিচ্ছে।
আরও পড়ুন » Bank Scam: এই ৮টি ভুল করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে! আগে থেকেই সাবধান হয়ে যান।
1 লক্ষ জমা করলে পাবেন 2 লক্ষ
স্টেট ব্যাংক তাদের 10 বছর মেয়াদের 3 কোটি টাকার কম আমানতের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের সুদ দিচ্ছে বার্ষিক 6.5% সুদ দিচ্ছে। একই জায়গায় প্রবীণ নাগরিকদের 7.5% বার্ষিক সুদ অফার করছে। অর্থাৎ, একজন সাধারণ ব্যক্তি যদি স্টেট ব্যাংকের FD-তে 10 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা করে তাহলে 6.5% বার্ষিক সুদ অনুযায়ী 90,555 টাকা সুদ পাবেন। এর মানে তিনি ম্যাচিউরিটি 1,90,555 টাকা পাবেন, যা প্রায় ডবলের সমান।
কিন্তূ এতে প্রবীণ নাগরিকরা আরও বেশি সুদ পাবে। তাই, একই জায়গায় যদি একজ প্রবীণ নাগরিক 1 লক্ষ বিনিয়োগ টাকা বিনিয়োগ করেন তাহলে, তিনি বার্ষিক 7.5% সুদের হার অনুযায়ী 1,10,234 টাকা সুদ পাবেন। অর্থাৎ, তিনি মোট 2,10,234 টাকা ম্যাচিউরিটি পাবেন, যা ডবলের চেয়ার বেশি।
Bank কিন্তু অনেক কম সময়ে double এর বেশী করে নিচ্ছে।