Stock Market Crash: গত সপ্তাহ শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য খুবই খারাপ ছিল। শেয়ার বাজারের এই পতনে প্রায় বেশিরভাগ বিনিয়োগকারির পোর্টফোলিও লাল হয়ে গেছে। গত সপ্তাদের শেষ দিন অর্থাৎ 20 ডিসেম্বর বাজার বন্ধ হওয়া পর্যন্ত নিফটি 1180.8 বা 4.76% হ্রাস পেয়ে 23,587.50 এর স্ততে বন্ধ হয়েছে। শুধুমাত্র ভারতীয় বাজারেই নয়, আন্তর্জাতিক শেয়ার মার্কেটেও ভয়ংকর পতন দেখা গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে, কোথায় থাকবে শেয়ার বাজারের এই পতন? এমন অবস্থায় বিনিয়োগকারীদের কি করা উচিত? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
কোথায় থামবে শেয়ার বাজারের এই ভয়ংকর পতন?
একদিকে US FED এর বছরে 4 বারের জায়গায় 2 বার রেট কাট করার ঘোষণা। অন্যদিকে FII মানে ফরেন ইনস্টিটিউশন্যাল ইভেষ্টররা ভারী মাত্রায় সেলিং করছে। যার কারণে ভারতীয় শেয়ার বাজারে ভারী পথন দেখা যাচ্ছে। কিন্তূ এই পতন থামবে কোথায়?
উপরের চার্টে দেখতে পারছেন FII কতো ভারী মাত্রায় সেলিং করছে। কিন্তূ সঙ্গে এটিও দেখাযাচ্ছে যে, 17 ডিসেম্বর থেকে DII কর্মগত বায়িং করছে। অর্থাৎ DII চেষ্ঠা করছে ভারতীয় বাজারকে পড়তে না দেওয়ার। কিন্তূ সেলিং এর মাত্রা বেশি হওয়ার কারণে এটি সম্ভব হচ্ছে না। তবে যদি বায়িং মাত্রা বেড়ে, তবেই বাজারে পতন থামবে।
নিফটির সাপোর্ট কোথায়?
নিফটি 50 সূচক দেখে ভারতের শেয়ার মার্কেটের অবস্থা বোঝা যায়। গত সপ্তাহে নিফটি 4.76% হ্রাস পেয়েছে। তবেকি নিফটি আরও কমবে নাকি এবার ঊর্ধ্বগতি দেখা যাবে? এর সাপোর্ট কোথায়? আসুন বিশ্লেষণ করার চেষ্ঠা করি।
উপরের নিফটি 50-র দৈনিক চার্ট দেখলে বোঝা যাচ্ছে 23,200 এর স্তরে একটি সাপোর্ট দেখা যাচ্ছে। তবে বাজারের বর্তমান অবস্থা থেকে মনে হচ্ছে এই সাপোর্ট ভাঙতে পারে। তাই এই স্তরে বিনিয়োগ করা উচিত হবে না। যদি এর নিচে যাওয়ার পর আরও এই স্তরে উঠে তাহলে বিনিয়োগের ব্যাপারে ভাবা যেতে পারে।
উপরের নিফটি 50-র সাপ্তাহিক চার্ট দেখে মনে হচ্ছে 22,000 এর স্তরে একটি সাপোর্ট রয়েছে। অর্থাৎ নিফটি যদি 23,200 এর স্তরে সদি সাপোর্ট না নেয় তাহলে, 22,000 এর স্তর পর্যন্ত পড়তে পারে। তারপর এখান থেকে বাজার আরও ঊর্ধ্বমুখি হতে পারে।
আরও পড়ুন » Nifty 50 Vs Gold: আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে কোথায় বেশি রিটার্ন পেতেন?
দাবিত্যাগ (Disclaimer)
আমরা SEBI নিবন্ধিত আর্থিক উপদেষ্টা নই। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা বিনিয়োগ করার জন্য কোনোভাবেই পরামর্শ প্রদান করি না। আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য অর্থসংস্থান কোনোভাবেই দায়ী থাকবে না।