Stock Market In Bengali: শেয়ার বাজার কি এবং এটি কিভাবে কাজ করে? সহজ ভাষায় বুঝুন

Updated on:

Stock Market In Bengali: আপনিও হয়তো শুনেছেন যে, বেশিরভাগ ধনী ব্যক্তি শেয়ার বাজার বা শেয়ার মার্কেটে নিজেদের টাকা বিনিয়োগ করে থাকে। এর থেকে প্রচুর রিটার্ন পাওয়া যায় এটিও হয়তো শুনেছেন। কিন্তূ, এতে আপনি কিভাবে বিনিয়োগ করবেন? এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে শেয়ার বাজার কি এবং এটি কিভাবে কাজ করে এই বিষয়ে জানতে হবে। কারণ, সম্পূর্ন জ্ঞান ছাড়া শেয়ার মার্কেটে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ন।

তাই আজকের এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জানবো।

শেয়ার বাজার কি? (Stock Market In Bengali)

শেয়ার বাজার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন পাব্লিক কোম্পানির স্টক কেনাবেচা করা হয়। এটিকে আমরা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট (Stock Market) নামেও জানি। আপনি যখনই এখন থেকে কোনো কোম্পানির স্টক কেনেন, তখন আপনি ওই কোম্পানির একটি ছোট্ট ভাগীদারি হচ্ছেন। এরপর ওই কোম্পানির উন্নতি হলে তাদের স্টকের দাম বাড়বে। যার ফলে যে সমস্ত ব্যাক্তিরা ওই কোম্পানির স্টক কিনে রেখেছিলেন তারা লাভবান হবে। 

যেকোনো কোম্পানি যখন তাদের ব্যাবসা বাড়ানোর পরিকল্পনা করে, তখন তাদের মূলধন এর প্রয়োজন হয়। তাদের কাছে যথেষ্ট মূলধন না থাকলে ব্যাঙ্ক থেকে লোন নেয়। এরপরেও যদি মূলধন কম পড়ে তখন তারা শেয়ার বাজারে তাদের কোম্পানির ভাগীদারি স্টক রূপে বিক্রি করে মূলধন সংগ্রহ করে।

শেয়ার বাজারের প্রকারভেদ (Type Of Stock Market) 

শেয়ার বাজার প্রধানত দুই প্রকার, যথা – প্রাথমিক মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। 

  • প্রাথমিক মার্কেট: যেকোনো কোম্পানি শেয়ার বাজারে প্রথম তালিকাভুক্ত হয় প্রাথমিক মার্কেটে। এখানে কোম্পানি একটি নির্দিষ্ট বিনিয়োগকারীদের কাছে তার শেয়ার বিক্রি করে, যাকে প্রাথমিক পাব্লিক অফার (IPO) বলা হয়। 
  • সেকেন্ডারি মার্কেট : প্রাথমিক বাজারের পর কোম্পানি সেকেন্ডারি মার্কেটে লেনদেন করে। বিনিয়োগকারীরা এখানে ওই কোম্পানির শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারে। এখানেই সবচেয়ে বেশি শেয়ার কেনাবেচা করা হয়।

স্টক এক্সচেঞ্জ কি? (What is Stock Exchange)

শেয়ার বাজারে যে স্টক কেনাবেচা হয়, তা পরিচালনা করে স্টক এক্সচেঞ্জ (Stock Exchange)। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শেয়ার কেনা-বেচা হয়। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার (Stock) কিনতে চান তাহলে, আপনাকে কোনো না কোনো স্টক এক্সচেঞ্জ থেকে কিনতে হবে। তবে আপনি সরাসরি এদের কাছ থেকে কিনতে পারবেন না, ব্রোকার আপনাকে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনতে বা বিক্রি করতে সাহায্য করবে। ভারত বর্তমানে ২টি স্টক এক্সচেঞ্জ আছে। যেগুলি হলো:

  1. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE): এটি মুম্বাইতে অবস্থিত, NSE হলো ভারতের সবচেয়ে বড়ো স্টক এক্সচেঞ্জ। এতে বর্তমানে ২,৫০০ এর বেশি স্টক তালিকাভুক্ত আছে। 
  2. বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE): এটিও মুম্বাইতে অবস্থিত, BSE এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জগুলির মধ্যে একটি এবং এতে বর্তমানে প্রায় ৫,০০০ এরও বেশি স্টক তালিকাভুক্ত আছে।

কিভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন?

স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য প্রথমে আপনাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করতে চায়, তার সম্পর্কে ভালোভাবে গবেষণা করতে হবে। মনেরাখবেন, শেয়ার বাজারে যেমন ভালো রিটার্ন পাওয়া যায়, তেমনি এতে ঝুঁকির ভয়ও অনেক বেশি। তাই নিজস্ব গবেষণা ছাড়া বিনিয়োগ করা উচিত নয়।

ডিম্যাট অ্যাকাউন্ট কি?

আপনি যেমন ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন, ঠিক তেমনি ডিম্যাট অ্যাকাউন্টে (Demat Account) স্টক কিনে রাখতে পারবেন। আপনি যে সমস্ত কোম্পানির স্টক কিনেনে, সেগুলি এখানে ইলেকট্রনিক আকারে থাকে। যার ফলে স্টক কেনাবেচা এবং স্থানান্তর করা অনেক সহজ হয়ে যায়। এছাড়াও আপনার কেনা স্টক শারীরিক আকারে না থাকার কারণে সার্টিফিকেট হারানোর ভয় থাকে না।

আপনি যেকোনো ব্রোকারেজ ফার্মের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্রোকারেজ ফার্মের আপনার অ্যাকাউন্ট সেটআপ করতে এবং পরিচালনা করতে সাহায্য করে। এর পরিবর্তে তারা কিছু চার্জ বা ফিস নিয়ে থাকে। আবার ওই ডিম্যাট অ্যাকাউন্টে স্টক কেনাবেচা করার সময়েও কিছু ব্রোকারেজ ফার্ম চার্জ নেয়।