How to open a closed bank account: বর্তমান দিনে অনেক ব্যাংক গ্রাহকদেরই হঠাৎ করেই ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা চোখে পড়ে। এরপর ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করলেও অনেক সময় পাওয়া যায় না সঠিক উত্তর। কোনো কোনো সময় তো আবার ব্যাংক থেকে কোনও মেসেজ না পাঠিয়েই টাকা কেটে নেয়। যার ফলে ভোগান্তিতে পড়তে হয় ব্যাংক গ্রাহকদের। তবে আপনি কি জানেন, কিছু নির্দিষ্ট কারনের জন্যও ব্যাংক একাউন্ট বন্ধ হতে পারে।
কোন কোন কারনে ব্যাংক একাউন্ট বন্ধ হতে পারে?
1) দীর্ঘদিন ধরে ব্যাংকে আপনি যদি কোন লেনদেন না করে থাকেন, তবে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এই ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে ‘Dormant account’ বলা হয়। আপনি যদি দীর্ঘ 18 মাস বা দু বছরের উপরে ব্যাংক একাউন্টে কোনরকম লেনদেন না করেন, তবে আপনার ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে।
2) আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি (KYC) আপডেট না করা থাকে, তবে যেকোনো সময়েই আপনার ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
3) আপনার ব্যাংক অ্যাকাউন্টের মানি ব্যালেন্স যদি সংশ্লিষ্ট ব্যাংকের ন্যূনতম সীমার নিচে চলে যায়, তবে সেই অ্যাকাউন্টটি ব্যাংক কর্তৃপক্ষরা বন্ধ করে দেবে।
4) ব্যাংক গ্রাহক মারা যাওয়ার পর, একাউন্ট বন্ধ হয়ে যায়। এই ধরনের ব্যাংক একাউন্টগুলিকেও ‘Dormant account’ হিসেবে বিবেচনা করা হয়।
আরোও পড়ুন » Seving VS Current Account: সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্টের মধ্য পার্থক্য
নিষ্ক্রিয় ব্যাংক একাউন্ট কী ভাবে সক্রিয় করবেন?
নিষ্ক্রিয় ব্যাংক একাউন্টকে সক্রিয় করার জন্য গ্রাহককে ব্যাংকে ব্যাঙ্ক পাশবুক সহ একটি আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, ঠিকানার প্রমানপত্র এবং দুটি কালার পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
তবে আপনাদের জানিয়ে রাখি, আপনার একাউন্ট বন্ধ করার আগে ব্যাংক কর্তৃপক্ষের তরফে অবশ্যই আপনার ফোনে ইমেইল বা মেসেজ আসবে। এরপর যদি আপনি চেক করে দেখেন যে, আপনার একাউন্টে সুষ্ঠভাবে বার্ষিক লেনদেন হয়েছে, তবে আপনি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে এই সম্পর্কে বিশদে কথা বলতে পারেন। কিন্তু দীর্ঘ দুই বছর যাবত ব্যাংক একাউন্টে কোনরকম লেনদেন না হলে, ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অ্যাকাউন্টকে বন্ধ করে দিতে বাধ্য। তবে কোনও কোনও ব্যাংকের ক্ষেত্রে এই সময়সীমা এক বছরও হতে পারে।
অবশ্যই পড়ুন » Stock Market In Bengali: শেয়ার বাজার কি এবং এটি কিভাবে কাজ করে? সহজ ভাষায় বুঝুন